ঢাকা | বঙ্গাব্দ

ইন্টারপোলের ‘রেড অ্যালার্ট’ সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে

ইন্টারপোলের নিজস্ব ওয়েব পেইজে রেড নোটিশের তালিকায় বেনজীর আহমেদের নাম না থাকায় রহস‍্য সৃষ্টি হয়েছে। সাধারণত ইন্টারপোল যাদের তালিকাভুক্ত করে তাদের নাম ও ছবি ওয়েব পেইজে দিয়ে থাকে। বর্তমানে সংস্থাটির পেইজে বাংলাদেশের ৬৩ জনের নামে ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় আছে।
  • আপলোড তারিখঃ 23-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5065 জন
ইন্টারপোলের ‘রেড অ্যালার্ট’  সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ছবির ক্যাপশন: ইন্টারপোলের ‘রেড অ্যালার্ট’ সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) বহুল আলোচিত ও সমালোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছেন।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি  ইনামুল হক সাগর  বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছেন  ইন্টারপোল। 


 ইন্টারপোলের নিজস্ব ওয়েব পেইজে রেড নোটিশের তালিকায় বেনজীর আহমেদের নাম না থাকায় রহস‍্য সৃষ্টি হয়েছে। সাধারণত ইন্টারপোল যাদের তালিকাভুক্ত করে তাদের নাম ও ছবি ওয়েব পেইজে দিয়ে থাকে। বর্তমানে সংস্থাটির পেইজে বাংলাদেশের ৬৩ জনের নামে ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় আছে।


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিরুদ্ধেও রেড নোটিশ জারির বিষয়টি ইন্টারপোলে পর্যালোচনাধীন রয়েছে। আদালতের নির্দেশনায় প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) অথবা তদন্ত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদ মর্যাদার এক কর্মকর্তা বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ আছে। এরপর গত ফেব্রুয়ারি মাসে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। বেনজীর সপরিবারে পলাতক। কোন দেশে আছেন তা এখনো আমরা নিশ্চিত হতে না পারলেও তিনি স্পেন আছেন বলে আমরা তথ্য পেয়েছি। 

তিনি আরও জানান, বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশটি এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। তার অবস্থান শনাক্ত করার পর সেটি ওয়েবসাইটে দেওয়া হবে। এই জন‍্য বিষয়টি নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়। তবে রেড নোটিশ জারির বিষয়টি বাংলাদেশ পুলিশকে ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করা হয় ইন্টারপোলের পক্ষ থেকে। 

পুলিশ সদর দফতরের অপর এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ১১ জনের বিরুদ্ধে তিন দফায় ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হয়। চিঠিপত্র আদান-প্রদান ছাড়াও একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের বিরুদ্ধেও রেড নোটিশ জারির বিষয়টি পর্যালোচনা করছে ইন্টারপোল।


যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন পর্যালোচনা করছে তারা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।



নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামের মিথ্যা মামলাবাজ ফরিদুল আলমের এবং তার ছেলের অভিনব প্রতারনায় অতিষ্ঠ হয়ে ভুক্তভুগীর মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যহত রয়েছে