ঢাকা | বঙ্গাব্দ

সরকারি উচ্চপদস্থ অফিসারের সন্তানদের দেশে লেখাপড়ার আইন করলে শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা পাবে , জানালেন পিনাকী

পিনাকী আরো জানান, অনেকে অনেক কিছু বলবে কীভাবে এই অনাকাঙ্খীত হত্যা থামানো যায়। এইটার একটা সহজ সমাধান আছে। সকল মন্ত্রী, এমপি, এস পির উপরে পুলিশ অফিসার, ব্রিগেডিয়ারের উপরে সেনা অফিসার, জয়েন্ট সেক্রেটারির উপরে আমলাদের সন্তানদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে হবে।
  • আপলোড তারিখঃ 21-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5645 জন
সরকারি উচ্চপদস্থ  অফিসারের সন্তানদের দেশে  লেখাপড়ার আইন করলে শিক্ষাপ্রতিষ্ঠান  রক্ষা পাবে , জানালেন পিনাকী ছবির ক্যাপশন: সরকারি উচ্চপদস্থ অফিসারের সন্তানদের দেশে লেখাপড়ার আইন করলে শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা পাবে , জানালেন পিনাকী

অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে জানান, "আমি কাউকে কিছু বলি নাই, আমি শুধু হাসছিলাম" নিহত পারভেজের শেষ কথা। আর সেই মেয়েটা লিখলো "সবাই বলতেসে, একটা হাসি দিসে আর সে খুন হয়ে গেসে"। কী ভয়ানক এক রাক্ষসী নারী। মাঝে মাঝে ভাবি, এক বছরের  আগেই কি এই প্রজন্ম বিপ্লব করেছে।


ফুলকুমারীতে একটা আলাদা চ্যাপ্টার লিখেছি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হতাহতো নিয়ে। আমাদের ছাত্রজীবনে এমন শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না যেইখানে খুন হয়ে যাওয়া ছাত্র ছিলো না। তখন শিক্ষা প্রতিষ্ঠানের হত্যা ছিলো এক স্বাভাবিক ঘটনা।


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামের মিথ্যা মামলাবাজ ফরিদুল আলমের এবং তার ছেলের অভিনব প্রতারনায় অতিষ্ঠ হয়ে ভুক্তভুগীর মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যহত রয়েছে